ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিএসএফকে ডিঙিয়ে বাংলাদেশে ঢুকলেন ৩ ভারতীয়, ধরলো বিজিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
বিএসএফকে ডিঙিয়ে বাংলাদেশে ঢুকলেন ৩ ভারতীয়, ধরলো বিজিবি ফুলবাড়ি সীমান্ত, ছবি: বাংলানিউজ

কলকাতা: ভরদুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চোখের সামনে দিয়ে সীমান্ত পেরিয়ে বাইক নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন দেশটির তিন নাগরিক। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের (যুবক) আটকাতে সক্ষম হয়েছেন। এ নিয়ে দুই দেশের সীমান্ত এলাকায় তোলাপড় সৃষ্টি হয়ে গেছে।

আটক সবাই পশ্চিমবঙ্গের দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। আর শিলিগুড়ির কাছে ফুলবাড়ি সীমান্তে তাদের আত্মীয়ের বাড়ি।

সেখানে বেড়াতে গিয়ে ওই তিন যুবক ভুল করে সীমান্তের চেকপোস্ট পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন বলে তারা নিজেই জানিয়েছেন।

তবে বিএসএফ তাদের এ বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলছেন, কেউ রাস্তা ভুল করে সীমান্ত পার হতে পারে না। সীমান্ত রক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলে বাইক চালক তখন গতি আরও বাড়িয়ে দেন। চেকপোস্ট দিয়ে এখন সারাদিনই যাত্রী যাতায়াত করে বলে আমরা গুলি চালাতে পারিনি।

এদিকে, বিএসএফ ওই তিনজনকে রাজ্য পুলিশের হাতে হস্তান্তর করেছে।

কী কারণে ওই তিন যুবক বাংলাদেশে ঢুকেছিলেন, সেই রহস্য এখনও কাটেনি। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশে প্রবেশে তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ভিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।