২ লাখ ২০ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমকে।
২০১৪ ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও এই আসন ছিল তৃণমূলের দখলে।
অপরদিকে হুগলী লোকসভা কেন্দ্র থেকে বিজেপির তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ড. রত্না দে নাগকে পরাজিত করেন তিনি। ২০১৪ সালে ১ লাখ ১৪ হাজার ৪৪ ভোটে এই আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।
এরমধ্যেই কলকাতায় বিজেপি অফিসে শুরু হয়েছে উৎসব। চলছে আবির খেলা ও লাড্ডু বিতরণ। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নিজেকে ঘরে আবদ্ধ করে রেখেছেন। জয়ী সংসদ সদস্যদেরও আসতে না করে দিয়েছেন। ফাকা মমতার বাড়ি কালিঘাটের রাস্তাও।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২৩ মে, ২০১৯
ভিএস/এএ