রাজ্য সরকার সূত্রে জানা গেছে, বিশেষ করে বায়ুদূষণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট) ক্ষেত্রে রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এনজিটি।
পাশাপাশি চলতি বছরের মধ্যেই গঙ্গার দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা রাজ্যের সরকারি কর্তাদের জানিয়েছে এনজিটি।
শনিবার (১৮ জানুয়ারি) রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, দূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের ইতিবাচক ভূমিকার কথা স্বীকার করেছে এনজিটি। চার বছর ধরে রাজ্যে বায়ু দূষণ দেশে সবচেয়ে কম। অবশ্য এবার সবথেকে কম। কারণ আমরা এই ইস্যুতে একাধিক পদক্ষেপ নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ভিএস/এইচএডি/