এর আগে দমদমে ৬৫ বছরের এক বৃদ্ধ ও সোমবার (৩০ মার্চ) কালিংপঙে ৪৪ বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয় করোনা ভাইরাস সংক্রমণের ফলে।
সর্বশেষ মারা যাওয়া ওই নারী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ষাটোর্ধ্বরা। কিন্তু পশ্চিমবঙ্গে পরপর দুই দিনে তুলনামূলক কমবয়সী ২ নারীর মৃত্যুতে বিশেষজ্ঞদের মতামত যেন উপেক্ষিত হতেই দেখা যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে এক যুবকসহ আরও ৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কলকাতার দুই নারী ও মেদিনীপুরের ১ যুবক রয়েছেন।
সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জনে। সরকারিভাবে মৃত্যু হয়েছে ২ জনের।
অন্যদিকে সারা ভারতে করোনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
ভিএস/এইচজে