এছাড়া বুধবার (০১ এপ্রিল) সকাল পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৭ জনের।
জানা যায়, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৫৭ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এছাড়া রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া সরকারি তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা ছিল ৪৭ হাজার। পরের ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেডে় হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার। ইতিমধ্যে রাজ্যের প্রথম করোনা আক্রান্তসহ ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছে ১ হজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
ভিএস/এইচএডি/