ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আম্পানের দাপটের মধ্যেই ভূমিকম্পে কাঁপলো পশ্চিমবঙ্গ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২০, ২০২০
আম্পানের দাপটের মধ্যেই ভূমিকম্পে কাঁপলো পশ্চিমবঙ্গ

কলকাতা: করোনার ব্যাপক বিস্তারের মধ্যে এলো ঘূর্ণিঝড় আম্পান। গোটা রাজ্য যখন ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ঠিক তখন আবার ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ১।

জানা যায়, বুধবার ( ২০ মে) স্থানীয় সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ বাঁকুড়ায় ভূমিকম্প অনুভূত হয়। যার উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

এছাড়া ২৩ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২-৩ সেকেন্ডের মতো।

আম্পানের প্রভাবে যথেষ্ট আতঙ্কে রাজ্যেবাসী। রাজ্যের উপকূলবর্তী জেলায় ইতোমধ্যে তাণ্ডব দেখাতে শুরু করেছে আম্পান। তার উপর ভূমিকম্পের খবরে আতঙ্ক দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২০, ২০২০
ভিএস /এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।