বয়স্কদের ওষুধ এনে দেওয়া থেকে শুরু করে পথে থাকা মানুষদের খাবার দেওয়াসহ গরিবদের চাল-ডাল দেওয়ার মতো বিভিন্ন সেবামূলক কাজে পুলিশকে উদ্যোগী হতে দেখা গিয়েছে। এমনকি কোভিড–১৯ ভাইরাসের বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন কলকাতা পুলিশ।
সম্প্রতি সেই কলকাতা পুলিশের ১১ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে। সদ্য করোনা সংক্রমিত কলকাতা পুলিশের ১১ জন সদস্য কমব্যাট ফোর্স, পুলিশ প্রশিক্ষণ স্কুল ও শহরের বিভিন্ন থানার বলে জানা গেছে।
এ নিয়ে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের মোট ২১৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার (৯ জুন) এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
কলকাতা পুলিশের ওই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘শহরজুড়ে এখন পর্যন্ত আমাদের ২১৭ সদস্যের প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়েছে। তবে আমাদের বহু সহকর্মী এ রোগ থেকে সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। আমার মনে হয়, সুস্থ হয়ে ওঠা সহকর্মীর এ লড়াকু মনোভাব অন্য সহকর্মীদের সাহস যোগাবে। যেসব সহকর্মী এ রোগের সঙ্গে লড়ছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ’
শহরে কলকাতা পুলিশ শুধু করোনা জন্য নয়, সম্প্রতি আম্পানে তাদের ভূমিকা ভূয়সী প্রশংসার দাবিদার। বর্তমানে পঞ্চম দফার লকডাউন শিথিল হতে তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। ফলে পুলিশমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও চাইছেন খুব তাড়াতাড়ি করোনা কবল থেকে মুক্তি পাক কলকাতা পুলিশ।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ০৯, ২০২০
ভিএস/ওএইচ/