স্টুডিওর কলাকুশলী থেকে শুরু করে টেকনেশিয়ান প্রত্যেকের মুখেই মাস্ক। কলাকুশলীদের একমাত্র মাস্ক খোলার অনুমতি দেওয়া হয়েছে ক্যামেরার সামনে শট দেওয়ার সময়।
দীর্ঘদিনের বিরতির পর স্টুডিওতে আসতে পেরে সবাই খুশি। শিল্পীদের কথায়, মনের মধ্যে একটা ভয় কাজ করলেও শুটিং শুরু করতে পেরে ভালো লাগছে। একদম নতুন অভিজ্ঞতা। তবে বেশিক্ষণ মাস্ক পরে থাকলে মেকআপ নষ্ট হচ্ছে।
এদিন টালিগঞ্জের ‘ইন্দ্রপুরী’ স্টুডিওতে শুরু হলো ‘করুণাময়ী রানি রাসমণি’র শুটিং। উল্টোদিকে ১৩ নম্বর স্টুডিওতে তখন চলছিল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা-নিখিল জুটির শুটিং।
অপরদিকে, টলিপাড়ার ভারতলক্ষ্মী স্টুডিওতে তখন চলছে ‘ত্রিনয়ণী’ সিরিয়ালের শুটিং। এছাড়া ‘শ্রীময়ী’, ‘মোহর’ ও ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের শুটিংও এদিন থেকেই শুরু হলো।
বাদ-বিবাদ মিটে যেতে স্টুডিওগুলো খুলতেই সব ফ্লোরে শান্তিপূর্ণভাবে কাজ চলছে। কোথাও কোনো সমস্যার কথা শোনা যায়নি। ফলে কোথাও দম ফেলার সময় নেই শিল্পী, কলাকুশলী, টেকনেশিয়ান কারোই। প্রতিটা ফ্লোরই শুক্রবার ছিল ব্যস্ততা। খুব তাড়াতাড়ি শুরু হবে সিনেমার শুটিংও।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ১২, ২০২০
ওএইচ/