জানা গেছে, মিজোরামের চাম্ফাইয়ের ৯৮ কিলোমিটার দক্ষিণপূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় ৭টা ২৯ মিনিটে ভূমিকম্পটি হয়।
তবে ঐদিন মোট তিনবার ভূমিকম্প হয় দেশটির বিভিন্ন প্রান্তে৷ সর্বপ্রথম হয় আন্দামান-নিকোবরে। তারপর দিল্লি এবং শেষবার ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে মিজোরাম৷
তবে দেশটির কোনো রাজ্যেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই ৷ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ভূমিকম্পের জেরে বারবার কেঁপে উঠেছে ভারতের বিভিন্ন প্রান্ত৷
যদিও ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না। তবুও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বারবার ছোট ছোট ভূমিকম্প, কোনো বড় ভূমিকম্পের ইঙ্গিত! আর তার চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের মাঝামাঝি হতে পারে।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জুন ১৯, ২০২০
ভিএস /এমএমএস