কলকাতা: নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে শীতের আগমন ঘটছে। কলকাতাসহ রাজ্যে প্রতিদিনই নামছে তাপমাত্রা।
ভোর হলেই ঠাণ্ডার শিরশিরানি। বেলা গড়ালে ঠাণ্ডা ভাব না থাকলেও রোদের তেজ নেই বললেই চলে। পাশাপাশি দিনের বেলা শুষ্ক আবহাওয়া টের পাওয়া যাচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলিসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি। কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাতেও নামতে শুরু করেছে তাপমাত্রা।
কলকাতা আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, শনিবার কলকাতার পরে দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি রাজ্যের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতেও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।
এদিন দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি, আসানসোলে ১৬ দশমিক ৭ ডিগ্রি এবং পানাগড়ে তাপমাত্রার পারদ নেমেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
এছাড়া কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
ভিএস/এমজেএফ