ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কলকাতা: বাংলাদেশের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে কলকাতায়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করে।

এরপর এক প্রভাতফেরির আয়োজন করা হয়, যা শুরু হয় কলকাতার পার্কসার্কাস ময়দান থেকে এবং শেষ হয় কলকাতাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত উপহাইকমিশন প্রাঙ্গণে গিয়ে।

প্রভাতফেরিতে ছিলেন উপহাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্টজনরা। ছিলেণ কলকাতার বাংলা ভাষাপ্রেমী মানুষসহ শিক্ষার্থীরাও। প্রভাতফেরি শেষে উপহাইকমিশন মিশন প্রাঙ্গণের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংকের মতো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

এছাড়া পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা কর্পোরেশন, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন, ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

দিনটিতে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি না থাকলেও, শ্রদ্ধা এবং উৎসবের মিশেলে এক অঘোষিত ছুটি পালন করছে কলকাতাবাসী।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।