ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গের শিল্প ও শিক্ষামন্ত্রীর বাসায় ইডির হানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
পশ্চিমবঙ্গের শিল্প ও শিক্ষামন্ত্রীর বাসায় ইডির হানা

কলকাতা: পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সাবেক শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল দিয়েছে ভারতের আর্থিক কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ইডি। শুধু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই নয়, এদিন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাড়িতেও তল্লাশি অভিযানে গেছে ইডি কর্তাদের একটি দল।

পাশাপাশি ইডির অন্য একটি দল অভিযান চালাচ্ছে এসএসসির সাবেক উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও।

সব মিলিয়ে শুক্রবার (২২ জুলাই) পশ্চিমবঙ্গের শিক্ষক দুর্নীতি মামলায় মোট ১৩টি জায়গায় ইডি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার নাকতলার বাসভবনে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় ইডি। তাদের সঙ্গে যায় ৮-১০ জনের সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর দল। সাত সকালে ঘুম থেকে ডেকে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত, শিক্ষক (এসএসসি) দুর্নীতি মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে আগেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। যদিও তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি, তারই মধ্যে এবার ইডির সরাসরি তার বাড়িতেই অভিযান। সূত্র মারফত জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানও চালাচ্ছে ইডি।

এরই পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও এদিন তল্লাশি চালাচ্ছে ইডি। প্রসঙ্গত, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা বেনিয়মে স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিও যায় অঙ্কিতার। এমনকী আদালতের নিয়মে বেতনের টাকাও তাকে ফেরাতে হচ্ছে।

বাবা মন্ত্রী হওয়ার জেরেই বেনিয়ম করে অঙ্কিতা স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

ইডি সূত্রে জানা গেছে, এদিন পরেশ অধিকারীর বেশ কয়েকজন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এসএসসির মাধ্যমে ভুয়া নিয়োগ হয়েছিল বলে এদের বিরুদ্ধে অভিযোগ। সেই নিয়োগে আর্থিক লেনদেনের পরিমাণ ঠিক কতটা? মূলত তা জানতেই ইডির এ বিশেষ অভিযান বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।