লুলজসেক নামক হ্যাকার দল আবারো সক্রিয় হয়ে উঠেছে। তারা জোড়ালো কন্ঠে জানিয়েছে যুক্তরাষ্ট্র সামরিকের ব্যক্তিগত ডেটিং ওয়েবসাইটের ডাটাবেজ তাদের প্রথম স্বীকার।
এছাড়া হ্যাকার গ্রুপটির পোষ্ট করা বার্তাটি http://www.militarysingles.com সাইটটি সম্প্রতি বন্ধ হয়েছে। তাই আমরা ইমেইল ডাটাবেজ নামিয়েছি। এসব ইমেইলের মধ্যে রয়েছে @us.army.mil; @carney.navy.mil; @greatlakes.cnet.navy.mil; @microsoft.com; । দুইটি ফাইল শেয়ারিং ইউআরএল পোষ্ট দেওয়া হয় সেখানে। যেগুলো যে কেউ ডাউনলোড করতে পারবে। এদিকে Databreaches.com এর প্রতিবেদন মতে, এই ডাটার মাধ্যমে মিল করে আসল ব্যবহারকারীর পরিচয়পত্র বাহির করা সম্ভব। তবে ইসিঙ্গেলস বিষয়টিতে সন্দেহ প্রকাশ করে। তারা বলছে এখন পর্যন্ত এ সাইটের নিবন্ধনের সংখ্যা কেবল ১ লাখ ৪০ হাজার যা প্রচারিত নিবন্ধন সংখ্যার তুলানায় অনেক কম ।
হ্যাকার গ্রুপটি যদিও চুড়ান্ত করেছিল গত বছরের জুনে এসব কর্মকান্ড থেকে বিরত থাকবে কিন্তু বর্তমানে প্রত্যক্ষ হচ্ছে খুব বেশি দিন তারা দুরে থাকতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘন্টা, ৩১ মার্চ, ২০১২
সম্পাদনা: এসজেডএম