ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈশ্বরদীতে টাটা এক্সপ্রেস গাড়ির মেলা শুরু 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
ঈশ্বরদীতে টাটা এক্সপ্রেস গাড়ির মেলা শুরু 

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিটল মোটরসের নিটল-নিলয় টাটা এক্সপ্রেস গাড়ির মেলা শুরু হয়েছে।  

তিনদিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরদীর দাশুড়িয়াতে অবস্থিত মান্না সরদার প্রাইভেট লিমিটেডের আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।  

এসময় মান্না সরদার প্রাইভেট লিমিটেডের সভাপতি সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে কোম্পানির জোনাল ম্যানেজার সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন মান্না সরদার প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল আজিজ, খায়রুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, নিটল-নিলয় গ্রুপের সিইও মোস্তাক আহমেদ, কোম্পানির জোনাল ম্যানেজার মো. সাইদুল ইসলামসহ অনেকে।  

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। ড্রতে চালকদের মধ্য থেকে বিজয়ী রাজশাহীর চালক শাজাহান আলীকে বিনামূল্যে একটি পিকআপ ভ্যান উপহার দেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।  

এছাড়া ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণকে টাটা ইনড্রিকো প্রাইভেটকার উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।

মেলায় টাটা মোটরসের এক্সপ্রেস গাড়ির সঙ্গে অন্যান্য বাণিজ্যিক গাড়ি প্রদর্শন করা হয়। এ মেলায় পুনোনো গাড়ির ওপর মূল্যহ্রাসের বিভিন্ন অফার চলবে বলে মান্না সরদার প্রাইভেট লিমিটেড সূত্রে জানা যায়।  

এসময় মেলায় পরিবহন ব্যবসায়ী, পরিবহন চালক, হেলপারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।