ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রংপুরে স্মার্ট টেকনোলজিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
রংপুরে স্মার্ট টেকনোলজিস

স্মার্ট টেকনোলজিস বিডি রংপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের সমাজ সেবক আলহাজ্ব মোক্তার আহমেদ (মোল্লা মাস্টার)।



উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রংপুরে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের যাত্রা শুরু হলো। এর ফলে এখানকার কমপিউটার ব্যবহারকারীরা আগের তুলনায় আরও সহজে বিশ্বমানের কমপিউটার পণ্য সহজেই ক্রয় করার সুযোগ পাবেন।

এ ছাড়াও কমপিউটার কেনার পর সার্ভিসের বিষয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি হবে। ফলে সার্বিকভাবে এখানকার রংপুরের মানুষের কমপিউটার ব্যবহার বেড়ে যাবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

এ অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম শফিক-উল-হক উপস্থিত ছিলেন। এখন থেকে বৃহত্তর রংপুর অঞ্চলের বিপণনকারীরা স্মার্ট টেকনোলজিসের রংপুর শাখা থেকে সরাসরি কমপিউটার পণ্য কিনতে পারবেন।

বাংলাদেশ সময় ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।