ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৫০০ টাকায় টিভি কার্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
২৫০০ টাকায় টিভি কার্ড

দেশে এখন ‘কে ওয়ার্ল্ড’ এর তৈরি উচ্চমানের এক্সটার্নাল টিভি কার্ড পাওয়া যাচ্ছে। এটি টেলিভিশনের দৃশ্যপট উপভোগে নতুন মাত্রা যোগ করবে।



মনিটরের সঙ্গে যুক্ত করলেই এটি মনিটরকে সর্বোচ্চ (১৯২০ বাই ১২০০) রেজল্যুশন সমৃদ্ধ একটি টিভিতে বদলে নেবে। এ জন্য মনিটরে ভিজিএ পোর্ট সুবিধা থাকতে হবে।

পিসি এবং মনিটরের সঙ্গে একে যুক্ত করলে রিমোটের একটি মাত্র ক্লিকে টিভি এবং পিসির মধ্যে অনায়াশে সুইচিং করা সম্ভব। এটি ৮০০ বাই ৬০০, ১০২৪ বাই ৭৬৮, ১২৮০ বাই ১০২৪, ১৪৪০ বাই ৯০০, ১৬৮০ বাই ১০৫০, ১৯২০ বাই ১০৮০, ১৯২০ বাই ১২০০ রেজ্যুলেশনের ভিজিএ আউটপুট সমর্থন করে।

টিভি এবং পিসি এ দু মাধ্যমেই কনটেন্ট দেখার জন্য এটি পিকচার ইন পিকচার (পিআইপি) পদ্ধতিকে সমর্থন করে। এ মুহূর্তে দাম ২ হাজার ৫০০ টাকা। হ্যালো: ৮৬৫০১৮১।

বাংলাদেশ সময় ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।