ভারতের শীর্ষ মোবাইল অপারেটর এয়ারটেল ভারতের ব্যাঙ্গালুরুতে চালু করছে ফোরজি সেবা। গত মাসে প্রতিষ্ঠানটি কলকাতায় এ সেবা চালু করে।
প্রাথমিকভাবে ৬ জিবি ডাটার জন্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার রুপি। মাসভিত্তিতে এ পরিমাণ অর্থ ব্যয় করতে হবে গ্রাহকদের।
এয়ারটেলের ফোরজি ‘দীর্ঘমেয়াদি উন্নয়নমূলক (এলটিই) সেবা’ মূলত ভারতের আইটি হাবের জন্য চালু হয়েছে। এ ছাড়াও ফোরজিতে যুক্ত করা হয়েছে স্মার্টবাইট। উদ্যোক্তাদের মতে, এটি সেবা পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে। এর সুবিধা হচ্ছে গ্রাহকদের সীমিত ডাটা দ্রুত ফুরিয়ে গেলে প্রয়োজনে আরও সুবিধা পাওয়ার সুযোগ থাকছে।
অন্যদিকে এয়ারটেলের টুজি কলে চড়া মূলের সঙ্গে থ্রিজি সংযোগ ব্যয় বহুলের দিকটি লক্ষ্য করা যায়। তারা সিপিই পণ্যে ক্যাশব্যাক অফার চালু করেছে । এ ছাড়া ৩ হাজার রুপি মূল্যের ৩০ জিবি প্যাক যুক্ত করেছে। এ সেবা এখনও কলকাতা গ্রাহক পর্যায়ে বিতর্কিত।
এদিকে ফোরজি সংযোগের মাধ্যমে এর গ্রাহকরা পুরো ৩৫টি বলিউড মুভি সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে ১০টি প্রথম মাসে বিনামূল্যে পাওয়া যাবে। এরপর প্রতিমাসে ১৫০ রুপি পরিশোধে এ সেবা পাওয়া যাবে। সুত্র মতে, অচিরেই ফোরজি সেবা তালিকায় আরও বিষয় প্রস্তাবের সম্ভাবনা আছে।
এয়ারটেলের নিজস্ব বিডব্লিউএয়ের (ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস) অনুমোদন পাঞ্জাব, মহারাষ্ট্র, কলকাতা এবং কর্ণাটকের জন্য আছে। ফলে এসব অঞ্চলেও অচিরেই ফোরজি সেবা চালু বলে। এমনটাই বলছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।
বাংলাদেশ সময় ২০১০ ঘণ্টা, মে ৯, ২০১২
সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর