যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১২ আসরে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানগুলো সেরা পণ্যগুলো হাজির হয়। এ পণ্যগুলো পরবর্তীতে একে একে প্রযুক্তির বাজারে আত্মপ্রকাশ করে।
ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজি ২০১২ সালের সিইএস প্রদর্শনীতে ‘থ্রিডি টিভি’ হাজির করে। এ পণ্যগুলো পর্যায়ক্রমে গ্রাহকদের হাতে পৌছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্প্রতি এলজি ২০১২ সালের থ্রিডি পণ্য সারিতে যুক্ত করল সুবৃহৎ পর্দার সিনেমা থ্রিডি স্মার্ট টিভি। নতুন সিরিজের এ পণ্যে অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে ‘সিনেমা স্ক্রিন ডিজাইন’ । এলজি সূত্র জানিয়েছে, এ পণ্যটি বিশেষ গড়নের। এ মুহূর্তে প্রচলিত টিভির মতো নয়।
এ সিনেমা টিভির কিনারার চারধারের ফ্রেম অতি ক্ষুদ্র। এ ছাড়া ‘থ্রিডি সাউন্ড জুমিং’ পদ্ধতি যুক্ত হয়েছে। এর ফলে থ্রিডি কনটেন্ট দেখার সময় ব্যবহারকারী এর শব্দকে সামঞ্জস্যপূর্ণ করে নিতে পারবে। এ পণ্যটি সজ্জিত অন্য সব উপাদানগুলোর মধ্যে আছে ইন্টেলের ওয়াইডাই ওয়্যারলেস ডিসপ্লে প্রযুক্তি, থ্রিডি ডেপথ কন্ট্রোল এবং টুডি থেকে থ্রিডি রুপান্তর।
এ টিভতে গেমারদের জন্য আছে নানা সুবিধা। এর ডুয়্যাল প্লে ফিচারের মাধ্যমে দুজন গেমার একইসঙ্গে গেম খেলতে পারবেন। আর তা পুরো পর্দাজুড়েই প্রদর্শিত হবে। পর্দার ডিসপ্লে কোনোরকম বিচ্ছিন্নতা ছাড়াই মসৃণভাবে প্রদর্শিত হবে। এলজির মতে গেমাররা সম্পূর্ণ ভিন্ন ধরনের মজা উপভোগ করতে পারবে। এক্ষেত্রে বিশেষ মানের গ্লাস ব্যবহার করতে হবে।
সিনেমা থ্রিডি স্মার্ট টিভি সিরিজে মোট ২১টি মডেল আছে। এগুলোর পর্দার আকার ৩২ থেকে বৃহৎ ৭২ ইঞ্চি পর্যন্ত। আর দাম ন্যুনতম ৫৫ হাজার থেকে সর্বোচ্চ ৭ লাখ রুপির মধ্যে সীমাবদ্ধ। ইন্টেলের ওয়াইফাই ওয়্যারলেস ডিসপ্লে প্রযুক্তির ব্যবহার। এ টিভি স্থানীয় হিসেবে সর্বপ্রথম। অচিরেই বিশ্বের ৭০টি দেশে এ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে।
বাংলাদেশ সময় ঘন্টা, মে ১৯, ২০১২
সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর