ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপ নিয়ে কর্মশালা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০১২
গুগল ম্যাপ নিয়ে কর্মশালা

গুগল এবং বেসিসের যৌথ উদ্যোগে ‘গুগল ম্যাপ’ বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালা সঞ্চালনা করেন গুগলের এশিয়া প্যাসিফিক জোনের গভারনমেন্ট অ্যাফেয়ার্স এবং পাবলিক পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ফিজগারডেল।



এ কর্মশালার মাধ্যমে গুগলের ম্যাপিং সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং গুগলের নীতি নিয়ে আলোচনা করা হয়। এ কর্মশালায় বেসিস সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও মোট ৫০ জন অংশগ্রহণ করেন।

এ কর্মশালাতে গুগলের ম্যাপিং টুল যেমন গুগল ম্যাপ মেকার, মাই ম্যাপ, গুগল স্কেচআপ নিয়ে আলোচনা করা হয় এবং হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কর্মশালায় বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।