সপ্তম বর্ষে পা রাখল জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ‘ইউটিউব’। নব্য ধারণার ভিডিও সেবা নিয়ে শুরু থেকেই অনলাইন শেয়ারিংয়ে ইউটিউব দারুণ জনপ্রিয় হয়ে উঠে।
এ মুহূর্তে প্রতি মিনিটে ৭২ ঘণ্টার ভিডিও আপলোড হয় ইউটিউবে। গুগলের মালিকানাধীন ইউটিউব ভবিষ্যতেও তাদের জয়যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
২০০৬ সালে গুগল তাদের জনপ্রিয় সেবা বাড়াতে ইউটিউবকে কিনে নেয়। এ জন্য গুগলকে ১৬৫ কোটি ডলার ব্যয় করতে হয়। ইউটিউবের সবচেয়ে সাড়া জাগানো ভিডিও হচ্ছে ‘রয়েল ওয়েডিং’ অনুষ্ঠান।
এ সময়ের হিসাবে প্রতিমাসে ৩০০ কোটি ঘণ্টা ভিডিও উপভোগ করছে বিশ্বের বিনোদনপ্রেমীরা। আর এ জন্য একমাত্র গণমাধ্যম হচ্ছে ইউটিউব। এ অর্জন এটাই প্রমাণ করে ইউটিউব সঠিক পথেই এগোচ্ছে।
বাংলাদেশ সময় ১৬৫৩ ঘণ্টা, মে ২২, ২০১২