ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে এসেছে ‘বুকটপ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১২
দেশে এসেছে ‘বুকটপ’

গিগাবাইট ব্রান্ডের ‘এম১০০এসসি’ মডেলের বুকটপ (মিনি ল্যাপটপ) এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১০.১ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বুকটপের বৈশিষ্ট্য ইন্টেল অ্যাটম ডুয়্যাল কোর প্রসেসর সম্বলিত এ ল্যাপটপে আছে প্রকৃত উইন্ডোজ ৭ স্টার্টার, এলইডি ডিসপ্লে, ১ গিগাবাইট ডিডিআর-৩ র‌্যাম (২ গিগাবাইট পর্যন্ত বর্ধনযোগ্য), ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ এবং ১.৩ মেগাপিক্সেল ওয়েব ক্যামেরা।

এ মিনি ল্যাপটপ (বুকটপ) সম্পূর্ণ তাইওয়ানে তৈরি। আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ২৬ হাজার টাকা। হ্যালো: ০১৭৩০ ৩১৭৭৬৮।

বাংলাদেশ সময় ১৮৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।