এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে উন্মাদনা ছড়িয়েছে গ্যালাক্সি সিরিজের ‘এস৩’ স্মার্টফোন। আর এর রেশ কাটতে না কাটতেই ভারতে প্রবেশ করল এ গ্যালাক্সি।
অ্যানড্রইড ৪.০ সংস্করণের অপারেটিং সিস্টেমে এটি সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। সঙ্গে আছে কোয়াড কোরপ্রসেসর। এটি এইচটিসি সবশেষ ওয়ান এক্স সিরিজের স্মার্টফোনের তুলনায় দামে বেশি। এখন স্মার্টফোনের পুরো বিশ্বজুড়েই চলছে দারুণ লড়াই।
এ তালিকায় আছে স্যামসাং গ্যালাক্সি এস৩, এইচটিসি ওয়ান এক্স, সনি এক্সপেরিয়া এস, অ্যাপল আইফোন ৪এস এবং নকিয়া লুমিয়া ৮০০ মডেলের স্মার্টফোনগুলো।
ভারতে গ্যালাক্সি এস৩ বিক্রির দায়িত্ব পেয়েছে ভোডাফোন। সঙ্গে আছে প্রতিমাসে ৩জিবি করে দুমাসের ডাটা অ্যাকসেস বোনাস সুবিধা। এ অফার আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
গ্যালাক্সি এস৩ মডেলে আছে ৪.৮ ইঞ্চি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১.৯ ফ্রন্ট ক্যামেরা এবং সুদীর্ঘ সময় ব্যবহারযোগ্য ব্যাটারি।
বাংলাদেশ সময় ২১৪৩ ঘণ্টা, মে ৩১, ২০১২