ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ প্রদর্শনী শেষ হলো

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ৯, ২০১২
ল্যাপটপ প্রদর্শনী শেষ হলো

দেশের হাজারো ল্যাপটপপ্রেমীদের ভিড়ের মধ্য দিয়েই ৯ জুন তিন দিনব্যাপী সামার ল্যাপটপ প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি হলো। এ আয়োজনের শেষদিনে দর্শক সমাগম যেমন বেশি ছিল, তেমনি ছিল বাড়তি বিক্রির হিড়িক।



এবারের ল্যাপটপ প্রদর্শনীর সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল জানান, ৩ দিনের প্রদর্শনীর শেষদিনে প্রচুর ল্যাপটপ বিক্রি হয়েছে। প্রথম দুদিনে প্রায় ২ হাজার ৪০০ ল্যাপটপ বিক্রি হয়েছে।

এ প্রদর্শনীতে ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং সামাজিক যোগাযোগ বিপণন ছাড়াও মোট ৫টি সেমিনার অনুষ্ঠিত হয়। এ বিশেষায়িত প্রদর্শনীতে প্রতিটি ল্যাপটপের সঙ্গে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়ের সঙ্গে ছিল বাড়তি সব পুরস্কার।

পুরো প্রদর্শনীর সফলতা সম্পর্কে আয়োজক সূত্র জানিয়েছে, অন্য যেকোনো আয়োজনের তুলনায় এবার এসেছে ভিন্ন মাত্রা। ধারাবাহিতা রক্ষায় ১২তম আয়োজনে বৈচিত্র্য থাকবে এমন ঘোষণার মধ্য দিয়েই শেষ হয় মেকার কমিউনিকেশন আয়োজিত ১১তম ল্যাপটপ প্রদর্শনী।

বাংলাদেশ সময় ১৮২৬ ঘণ্টা, জুন ৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।