ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মটোরোলার নতুন দুটি হ্যান্ডসেট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১২
মটোরোলার নতুন দুটি হ্যান্ডসেট

ডিফাই সিরিজের নতুন দুটি হ্যান্ডসেট প্রকাশ করেছে মটোরোলা। এ দুটি ফোনই জিএসএম সমর্থিত।

ডিফাই সিরিজের তালিকায় যুক্ত একটি ডিফাই এক্সটি। অন্যটি ডিফাই মিনি। এ মুহূর্তে ডিফাই এক্সটি পাওয়া যাচ্ছে। ভারতে এর দাম ১৬ হাজার ২০০ রুপি।

তবে মিনি এ মুহূর্তে বাজারে না আসলেও দাম এবং উন্মুক্তের দিন নির্ধারণ করেছে মটোরোলা। ২০ জুন থেকে মটোরোলা গ্রাহকরা এটি ১১ হাজার ৫০০ রুপিতে ক্রয় করতে পারবেন। দুটি পণ্যের জন্য অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রইড ২.৩ সংস্করণ। এ ছাড়া পণ্য দুটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পানিতেও সচল থাকে।

মটোরোলা ডিফাই এক্সটির হার্ডওয়্যার বৈশিষ্ট্য:
১ গিগাহাটর্জ সিপিইউ এবং ৫১২ এমবি র‌্যাম, এর ৩.৭ ইঞ্চি পর্দা কর্নিং গোরিলা গ্লাসে ঢাকা, মূল ক্যামেরা ৫এমপি এবং সম্মুখে আছে ভিজিএ ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সমর্থিত, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিমি স্টেরিও জ্যাক এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি।

ডিফাই মিনিতে থাকছে ৬০০ মেগাহাটর্জ সিপিইউ এবং ৫১২ এমবি র‌্যাম, জিএসএম সমর্থিত ডুয়্যাল সিম, ৩.২ ইঞ্চি পর্দা এটিও কর্নিং গোরিলা গ্লাসের, ৩ এমপি মুল ক্যামেরা এবং সম্মুখে ভিজিএ ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সুবিধাসহ পূর্বে যুক্ত ২ জিবি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস, ৩.৫ মিমি স্টেরিও জ্যাক এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি।

বাংলাদেশ সময় ১২৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।