চরম উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয়েছে ফুটবল প্রতিযোগিতা ইউইএফএ ইউরো ২০১২। ইউরো’র এটা ১৪তম আসর ।
এবারেও থাকছে বিশেষ এই সুবিধা। কারণ ইউইএফএ অফিসিয়াল মোবাইল অ্যাপস চালু করেছে। আইফোন এবং অ্যান্ড্রুয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই টুর্নামেন্টের বিস্তারিত জানতে উপভোগ করতে এমনকি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। সুত্র মতে, চলমান ম্যাচগুলোর তাৎক্ষণিক খবর এবং বিভিন্ন মন্তব্য পোষ্ট করার সুবিধাও থাকছে।
এই অ্যাপসের প্রতিশ্রুতিতে আরও আছে, প্রতিযোগিতার সকল কার্যক্রমের সাথে ব্যবহারকারীকে কাছাকাছি রাখা। গরম খবরাখবর ফেসবুক টুইটার বন্ধুদের সাথে শেয়ার করা, বিস্তারিত পরিসংখ্যান এবং ফটো গ্যালারি,এছাড়া ভাললাগার দলের জন্য ব্যক্তিগতভাবে অ্যালার্ট ঠিক করে দেওয়া এবং খেলোয়াড়দের সাক্ষাৎকার ভিডিও বিনামূল্যে উপভোগ করা যাবে। এই অ্যাপসের সাইজ ৫ থেকে ১৭ এমবি। ডাউনলোড করতে http://www.uefa.com/mobile/uefacom/index.html যেতে হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, ১২ জুন, ২০১২