ঢাকা: ‘মহাজাগতিক’ নামের মহাকাশ বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান শুরু হচ্ছে জিটিভিতে। ১৭ জুন থেকে প্রতি রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এ অনুষ্ঠানে গ্যালাক্সি, ব্লাক হোল, স্পেস এলিভেটর, চাঁদে এবং মহাশূন্যে বসবাস, কসমিক ক্যালেন্ডার, সৌরঝড় ছাড়াও নানা মজার বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এ আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী এবং বিজ্ঞান লেখকরা। এদের মধ্যে আছেন ড. আলী আজগর, ড. এআর খান, এফআর সরকার , ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ড. মফিজ উদ্দিন আহমেদ, ড. আরশাদ মোমেন, ড. রেজাউর রহমান এবং সৈয়দ আশরাফ উদ্দিন শুভ।
সাধারণ মানুষ বিশেষ করে স্কুল বা কলেজের শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান বা বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এ অনুষ্ঠান বিশেষ সহায়ক হবে বলে অনুষ্ঠান নির্মাতারা জানিয়েছেন।
বাংলাদেশ সময় ১৮১০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এটি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
সাব্বিন হাসান, আইসিটি এডিটর