উইন্ডোজ প্লাটফর্মের জনপ্রিয় লুমিয়া সিরিজের সবশেষ সংস্করণ লুমিয়া ৬১০ অবশেষে উন্মুক্ত হল। এ মুহূর্তে স্মার্টফোনটি শুধু ভারতে ছাড়া হয়েছে।
নকিয়া সূত্র মতে, উইন্ডোজ ফোন ৭.৫ পরিচালিত পণ্যের মধ্যে এটি সবচেয়ে কমদামী স্মার্টফোন। অফিসিয়াল হিসাবে লুমিয়া ৬১০ মডেলের দাম পড়বে প্রায় ১৩ হাজার রুপি।
তবে বাজার পর্যায়ে দাম আরও কমার সম্ভাবনা আছে। গুগলের অ্যানড্রইডকে প্রতিদ্বন্দ্বী করে লুমিয়া সিরিজের নতুন পণ্যটি বাজারে আনছে নকিয়া। এর পর্দার আকার ৩.৭ ইঞ্চি, বিশেষ বৈশিষ্ট্য ৮০০ মেগাহার্টজ সিপিইউ, ২৫৬ এমবি র্যাম এবং ৫ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা। এসব সুবিধা দামের তুলনায় বাড়তি।
অবশিষ্ট বৈশিষ্ট্যগুলো উইন্ডোজ ফোন ৭.৫ মডেলের মানদন্ডে পরিচালিত। এর প্রয়োজনীয় বৈশিষ্ট্যের তালিকায় আছে মাল্টিটাচ ক্ষমতার পর্দা এর পিক্সেলের আকার ৮০০ বাই ৪৮০, লেড ফ্ল্যাসযুক্ত ৫ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরি। তবে কোনো মেমোরি কার্ড স্লট নেই।
ইন্টারনেট সেবায় আছে ওয়াইফাই হটস্পট ফিচার। একই সঙ্গে ৫ জন ব্যবহারকারী এ সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও লুমিয়া ৮০০ মডেলের ‘ডার্ক নাইট রাইজেস লিমিটেড এডিসন’ এর ঘোষণা দিয়েছে নকিয়া।
ভারতে নতুন এ সংস্করণের ২০০টি ফোন বিক্রির পরিকল্পনা আছে নকিয়ার। যদিও কেমন দাম হবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি। এদিকে লুমিয়া ৬১০ মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে নকিয়া প্রতিশ্রুতি দিয়েছে, পণ্যটি অসাধারণ হবে।
বাংলাদেশ সময় ১৪৪৩ ঘন্টা, জুলাই ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর