বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন হিসেবে পরিচিত বেসিসের দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন আসন্ন। এরই মধ্যে দু প্যানেলে প্রার্থী তালিকায় চূড়ান্ত হয়েছে।
একটি প্যানেল (৩৬০ ডিগ্রি) একেবারেই তারণ্যনির্ভর। আরেক প্যানেল অ্যাকশন টিম প্রবীণনির্ভর। দুটি প্যানেলই বেসিস এবং দেশি সফটওয়্যার খাতকে সমৃদ্ধ করার কথা বলেছেন। তবে নির্বাচন নিয়ে অনলাইনমাধ্যমে চলছে নানামুখী তর্ক-বিতর্ক।
ঢাকায় বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থী পরিচিত সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা নির্বাচনের দিকনির্দেশনা তুলে ধরেন। আগামী ২ জুলাই নির্বাচন। অনুষ্ঠিতব্য এ নির্বাচন নিয়ে পুরো সফটওয়্যার শিল্প খাতেই বইছে নির্বাচনী হাওয়া।
স্বদেশ রঞ্জন সাহা বলেন, এবারের নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত। প্রতি প্যানেলে থাকবে নয়জন করে সদস্য। এ মুহূর্তে বেসিসের সাধারণ সদস্য সংখ্যা ৩১০ জন। অ্যাসোসিয়েট সদস্য ১০৮ জন। সবমোট ৪১৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের প্রত্যক্ষ ভোটেই আগামী দুবছরের মেয়াদে বেসিসের নির্বাহী পরিচালনা কমিটি গঠিত হবে।
৩৬০ ডিগ্রি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন একেএম ফাহিম মাশরুর। এ প্যানেলের অন্য সদস্যরা হলেন শামীম আহসান, রাসেল টি আহমেদ, নাভিদ-উল-হক, শাহ ইমরুল কায়েস, এম রশীদুল হাসান, এবিএম রিয়াজুদ্দিন মোশারফ, সৈয়দ আলমাস কবীর এবং উত্তম কুমার পাল।
এদিকে অ্যাকশন টিম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এস কবির আহমেদ। এ প্যানেলের সদস্যরা হলেন শাফকাত হায়দার, শেখ এ শহীদ, কাজী হাসান মুজাহিদ, সাইদুল ইসলাম মজুমদার, ইমতিয়াজ আহমেদ খান, রফিকুল ইসলাম, কাজী জাহিদুল আলম এবং আরিফ আহমেদ চৌধুরী।
এ নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলই সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার বিষয়ে একই রকমের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও দেশি সফটওয়্যার শিল্পের বিকাশে সমস্যা-সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করেন।
বাংলাদেশ সময় ১৭৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০১২