এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তির নতুন সব ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ২৯ জুন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘সিএসই ফেস্টিভ্যাল ২০১২’ আয়োজন করা হয়েছে।
তরুন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডেভলপার এবং প্রোগ্রামারদের জন্য দারুন সব সুযোগের পসরা থাকছে এ উৎসবে।
এতে শিক্ষার্থীরা প্রযুক্তির নিত্যনতুন ভাবনার সঙ্গে পরিচিত হয়ে যাচাই করে নিতে পারে তাদের প্রযুক্তিসম্পৃক্ত চিন্তা-ভাবনা। সমস্যা সমাধান করেও নিজেকে যাচাই করে নেওয়ার সুযোগ পাবে প্রোগ্রামিং প্রতিযোগীরা।
এ ছাড়াও উৎসবের দ্বিতীয় দিনে থাকছে সুডোকু প্রতিযোগিতা, আইটি কুইজ এবং বর্তমান প্রযুক্তিবিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেমিনার এবং কর্মশালা।
অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে প্রতিটি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য থাকছে সার্টিফিকেট ও প্রাইজমানি। এরই মধ্যে উৎসবের জন্য অনলাইনে প্রজেক্ট ও আইডিইয়া নিবন্ধন শুরু হয়েছে।
খুলনা অঞ্চলের যেকোনো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা তাদের প্রকল্প ও আইডিয়ার জন্য বিনামূল্যে অনলাইন (www.kuet.ac.bd/csefestival2012/) এ ঠিকানায় রেজিস্ট্রেশন করতে পারবেন।
কুয়েটের সিএসই অ্যসোসিয়েশনের আয়োজনে দুদিনের এ উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসান। এ উৎসবের পৃষ্টপোষক জিপিআইটি।
বাংলাদেশ সময় ২২৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর