শনিবার ৩০ জুন থেকে ঢাকার বিসিএস কম্পিউটার সিটির আইডিবি ভবন এবং এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে একযোগে ‘আসুস ল্যাপটপ এবং ইপ্যাড ট্রান্সফরমারের’ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
এতে বিশেষ আকর্ষণ হিসেবে আছে ইপ্যাড ট্রান্সফর্মার ট্যাবলেট পিসি এবং ইপিসি ১২২৫বি এবং ইপিসি এক্স১০১সিএইচ নতুন মডেলের দুটি নেটবুক।
এ ছাড়া আসুসের অন্য সব বিদ্যমান ল্যাপটপগুলো এ প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে। প্রদর্শনী উপলক্ষ্যে আসুস ইপ্যাড ট্রান্সফর্মার ট্যাবলেট পিসির সঙ্গে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন একটি ৮ জিবি পেনড্রাইভ এবং প্রতিটি আসুস ল্যাপটপ বা নেটবুক ক্রয়ে একটি আকর্ষণীয় টেবিল ঘড়ি।
আগামী ৬ জুলাই পর্যন্ত আইডিবি ভবন এবং ম্যাল্টিপ্ল্যান সেন্টারে গ্লোবাল ব্র্যান্ডসহ তাদের সব বিপণন প্রতিষ্ঠানে পণ্যসহ অফারগুলো ক্রেতারা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ সময় ১৮৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর