ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে আইনি বাধায় স্যামসাং

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
যুক্তরাষ্ট্রে আইনি বাধায় স্যামসাং

এবারে যুক্তরাষ্ট্রের বাজারে আবারও আইনি বাধা পেল স্যামসাং। গ্যালাক্সি নেক্সাস বিক্রিতে যুক্তরাষ্ট্রের আদালত নিষেধাজ্ঞা জারি করেছে।

ফলে স্যামসাং-অ্যাপল দ্বন্দ্ব আরও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

যদিও স্যামসাংয়ের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক প্রতিষ্ঠান গুগল। গ্যালাক্সি তৈরিতে সার্বিক কারিগরি সহযোগিতা দিয়েছে গুগল। কিন্তু গ্যালাক্সির জনপ্রিয়তার জোয়ারে ভাটা দিতে অ্যাপল আদালতে আইনি মামলা করেছে।

যুক্তরাষ্ট্রের আদালতের বিচারক লুসি কোহ জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং গ্যালাক্সি পণ্য বিক্রিতে আইনি বৈধতা চ্যালেঞ্জ করেছে। আইফোনের বাজার প্রতিযোগিতায় গ্যালাক্সি হুমকি বলে অ্যাপল এ ধরনের বাধা তৈরি করেছে।

এদিকে স্যামসাং সূত্র জানিয়েছে, এ বাধা সত্যিই দুঃখজনক। আদালতের এ ধরনের নিষেধাজ্ঞা মোটেও বাজার প্রতিযোগিতার জন্য সুস্থ কোনো আবহ নয়। যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের বাজারে ভোক্তাদের কাছে গ্যালাক্সি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর তাই অ্যাপল এ আইনি বাধা তৈরির চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময় ২১৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।