ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সনি এক্সপেরিয়া মিনিতে অ্যান্ড্রুয়েড ৪.০ আইসিএস

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ৩, ২০১২
সনি এক্সপেরিয়া মিনিতে অ্যান্ড্রুয়েড ৪.০ আইসিএস

এরই মধ্যে গুগলের আইও ইভেন্টে অ্যান্ড্রুয়েডের নতুন সংস্করণ জেলি বিন উন্মুক্ত হলেও প্রযুক্তি পণ্য নির্মাতা সনির এক্সপেরিয়া সিরিজের হ্যান্ডসেটে এ মুহূর্তে অ্যান্ড্রুয়েডের ৪.০ আইসিএস সংস্করণ ছাড়া হয়েছে। সনির অফিসিয়াল ব্লগে গ্রাহকদের উদ্দেশ্যে এ খবর প্রকাশ হয় যেখানে সম্পূর্ণ ডাউনলোডের জন্য নির্দেশনা দেওয়া আছে।

এক্সপেরিয়া সিরিজের নতুন সেবা যুক্ত সম্পর্কে জানানো হয়েছে পিসি কমপেনিওন টুলের মাধ্যমে ব্যবহারকারীরা এটি ডাউলোড করতে পারবে। তবে প্রতিষ্ঠানের তালিকায় যদি বিক্রয় আইটেম নাম্বার দৃশ্যমান হয় তবেই ডাউনলোডের সমর্থন থাকবে।

এখন পর্যন্ত সনির কয়েকটি স্মার্টফোনে সেবাটি অন্তর্ভূক্ত হয়েছে সে দিক দিয়ে হিসাব করলে আরো পণ্যে আইসিএস উন্মুক্তের সময়সীমা বেগমানভাবে এগোচ্ছে। এক্সপেরিয়া পণ্যের আপডেট হিসেবে ‘এক্সপেরিয়া অ্যাকটিভ’ হ্যান্ডসেটে এটিই সবশেষ আপডেট। যেহেতু এক্সপেরিয়া এস ছাড়াও এমন আরো কিছু পণ্যে এটি অন্তর্ভূক্তের কার্য পক্রিয়াধীন। এ মুহূর্তে সনির এক্সপেরিয়া মিনি এসটিআই৫আই মডেলটিও আপডেটে পেয়েছে।
সুত্র মতে, সুবিধাটি উপভোগে কিছু বাধা আছে এক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই সত্যতা যাচাই করতে হবে। যেমন ৮ ডিজিটের এসআই (সেলস আইটেম) নাম্বার যদি সনির প্রদান তালিকায় মোবাইল ফোনের ব্যাটারির সাথে মিলে তবেই ব্যবহারকারীরা পিসি কমপেনিওন বা ব্রিজের ম্যাক সফটওয়্যারে এই ওএস সংস্করণটি ডাউনলোডের অনুমতি পাবে।

উল্লেখ্য, এই আপডেটে ব্যবহারকারীদের পছন্দযোগ্য বিষয় রয়েছে। নতুন আপডেটের প্রত্যাশিত বিষয় ফোনের ব্যাটারি লাইফে ছোটখাটো সমস্যা থাকতে পারে। এছাড়া প্রশংসার দিকটি ২০১১ সালে অ্যান্ড্রুয়েড স্মার্টফোনের তালিকার যুক্ত সবগুলো পণ্য এখনও সনির তত্ত্বাবধানে। এদিকে এক্সপেরিয়ার এ আপডেটকে কিছুটা দেরি বলেই মনে করছে আলোচকরা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, ০৩ জুলাই, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।