সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় ডি.নেট এ বছর আবারও শুরু করেছে ‘চতুর্থ সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস প্রতিযোগিতা’।
সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস প্রতিযোগিতা’ বাংলাদেশের ব্যবসা প্রশাসন এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণের শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিবিদ্যায় অর্জিত জ্ঞানকে বাস্তবে ব্যবহারের সুযোগ পাবেন। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ প্রতিযোগিতাটি প্রাথমিক, প্রথম, দ্বিতীয় এবং চূড়ান্ত পর্ব এ চারটি ভাগে বিভক্ত।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিটি দলে পাঁচজন করে সদস্য থাকবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুজন আইটি শিক্ষার্থী, দুজন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং প্রজেক্ট ম্যানেজার হিসাবে একজন ফ্যাকাল্টি মেম্বারের সমন্বয়ে এ দল গঠন করতে হবে।
বিজয়ী দল পাবেন ৩ হাজার ইউএস ডলার সমপরিমাণ টাকা, প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাবে যথাক্রমে ২ এবং ১ হাজার ইউএস ডলার সমপরিমাণ টাকা। এ ছাড়া একটি দলকে ক্রেস্ট ও সার্টিফিকেটের মাধ্যমে ‘বেস্ট ইনোভেটিভ আইডিয়া’ পুরস্কারে সম্মানিত করা হবে।
প্রতিযোগিতার জন্য শুরুতে নিবন্ধনের তারিখ ১০ থাকলেও এখন তা আগামী ২০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহীরা (http://cficc.dnet.org.bd) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। আর প্রয়োজনে (cficc@dnet.org.bd) এ ঠিকানায় ইমেইলও করা যাবে। হ্যালো: ০১৭১৪ ০৭১৩২৬।
বাংলাদেশ সময় ১৮০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর