ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হরোপ্পার উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্ট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
হরোপ্পার উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্ট

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হরোপ্পা দেশি সফটওয়্যার ডেভেলপারদের জন্য দু দিনব্যাপী প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করেছে। ২০-২১ জুলাই ঢাকায় কারওয়ান বাজারস্থ বেসিস সম্মেলন কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



হরোপ্পার প্রকল্প উপদেষ্টা রাজিব হাসান বাংলানিউজকে বলেন, এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজারের মতো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় নিবন্ধন করেছে। ২০ জুলাই নির্বাচিত সেরাদের নিয়েই ২১ জুলাই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে দেওয়া হবে। এর মাধ্যমে বিজয়ীরা ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের অংশগ্রহণের সাহস সঞ্চয় করতে পারবেন। এ ছাড়াও আগ্রহীরা (www.horoppa.com) এ সাইটে আরও বিস্তারিত তথ্য পাবেন। এমনটাই জানিয়েছেন আয়োজকেরা।

বাংলাদেশ সময় ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।