ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল নেটওয়ার্কে ফিরেছে ফেসবুক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
মোবাইল নেটওয়ার্কে ফিরেছে ফেসবুক

ঢাকা: মোবাইলের ফোরজি নেটওয়ার্কে ফেসবুক-মেসেঞ্জার এবং টেলিগ্রাম অ্যাপ সচল হতে শুরু করেছে। সন্ধ্যা ৭টার পর থেকে মোবাইলে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টার পর থেকে মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত করে দেওয়া হয়।

ফেসবুকের রাজধানী ঢাকার অনেক এলাকায় টেলিগ্রাম অ্যাপেও মেসেজ-আদান প্রদানে বিঘ্ন ঘটে।

কোটা সংস্কার আন্দোলনে শুক্রবার নামাজের পর শিক্ষার্থীদের গণমিছিল করার আগে মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত করে দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক চালানো যাচ্ছিল।

এ প্রসঙ্গে তখন গ্রামীণফোন জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায়, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে এর আগে ১২ দিন মোবাইল ইন্টারনেট এবং ১০ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।