ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নভেম্বরে ঢাকায় আউটসোর্সিং সামিট

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
নভেম্বরে ঢাকায় আউটসোর্সিং সামিট

বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং এখন সবচেয়ে আধুনিক এবং সম্মানজনক পেশার স্বীকৃতি পাচ্ছে। ।

জনবহুল তৃতীয় বিশ্বের দেশগুলোতে তরুণদের আইসিটিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজের পরিসরও বাড়ছে। ভারত, ফিলিপাইন এবং পাকিস্তানের মতো দেশগুলোতে বাংলাদেশের তরুণদের মধ্যেও অনলাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজের প্রতি আগ্রহ এবং পরিচিতি বেড়েছে।

এ খাতে কাজ বিস্তারের বিশাল সম্ভাবনা আছে। ঠিক তেমনি আছে সুনির্দিষ্ট প্রতিবন্ধকতাও। বাংলাদেশে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের সম্ভাবনা, সমস্যার নানা দিক তুলে ধরতে ‘ডিসকভার ইয়োর ক্রিয়েটিভিটি, বিল্ড ইয়োর ক্যারিয়ার’ এমন বার্তাকে সামনে রেখে প্রথমবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বা মুক্ত পেশাজীবিদের অনলাইন ক্যারিয়ারভিত্তিক সম্মেলন ‘আউটসোর্সিং সামিট ২০১২’।

আগামী ১৭ নভেম্বর শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে। আয়োজক ক্রিয়েটিভ আইটি লিমিটেড। এ সম্মেলনে দেশি ও বিদেশি শীর্ষ আউটসোর্সিং বিশেষজ্ঞেরা বেশ কয়েকটি কর্মশালা  এবং সেমিনার পরিচালনা করবেন। নিবন্ধনের মাধ্যমে এতে ৮৫০ জন সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।

আউটসোর্সিং সামিট ২০১২ আয়োজনের আহবায়ক ও ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, বাংলাদেশে আউটসোর্সিংয়ের ব্যাপক সম্ভাবনা আছে। এজন্য তারুণ্যনির্ভর মেধাও আছে। শুধু দরকার সঠিক দিকনির্দেশনা। এ সামিটের মাধ্যমে এ সম্ভাবনাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে আগ্রহীদের সঠিক দিকনির্দেশনা সম্পর্কে অবগত হতে পারবে।

সরাসরি নিবন্ধনে
এ মুহূর্তে সামিটে অংশ নিতে নিবন্ধন প্রক্রিয়া চলছে। আগ্রহীরা অংশ নিতে সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগ: ক্রিয়েটিভ আইটি, অর্কিড প্লাজা (৬ষ্ঠ/৭ম তলা), রোড-২৮ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।

আগ্রহীরা (www.os12.com) এ ঠিকানায় বিস্তারিত তথ্য পাবেন। তবে সাইটটির উন্নয়ন কাজ চলছে। এ ছাড়া (info@os12.com) এ ঠিকানায় ইমেইলে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।