ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বন্যাদুর্গত গ্রাহকদের ফ্রি টক-টাইম ও ইন্টারনেট দিচ্ছে রবি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
বন্যাদুর্গত গ্রাহকদের ফ্রি টক-টাইম ও ইন্টারনেট দিচ্ছে রবি

ঢাকা: বন্যাকবলিত এলাকায় গ্রাহকদের জরুরি যোগাযোগ রক্ষায় বিনামূল্যে ২০ মিনিট টক-টাইম ও ২৫০ মেগাবাইট ইন্টারনেট প্রদান করছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

রবি’র গ্রাহকরা *২১২*১# কোড ডায়াল করে বিনামূল্যে টক টাইম ও ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন; যার মেয়াদ হবে ৩ দিন।

অফারটি প্রযোজ্য কিনা জানতে *৮৮৮# কোডটি ডায়াল করতে হবে।

এ প্রসঙ্গে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, সংকটপূর্ণ যেকোনো মুহূর্তে রবি সবসময় গ্রাহকদের পাশে থাকে। বিনামূল্যে টক-টাইম ও ইন্টারনেটের বিশেষ অফারটি দুর্যোগের এ সময়ে স্বজনদের সাথে যোগাযোগ রক্ষায় কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস। দুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করতে আমাদের টিম নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।