ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নতুন মোবাইল ফোন মাইক্রোম্যাক্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জুন ৬, ২০১০
দেশে নতুন মোবাইল ফোন মাইক্রোম্যাক্স

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানকিভাবে যাত্রা শুরু করেছে ভারতের মোবাইল নির্মাতা মাইক্রোম্যাক্স। ঢাকাস্থ হোটেল সোনারগাঁও এ অনুষ্ঠিত সম্মেলনে মাইক্রোম্যাক্স মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।



সম্মেলনে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স ইনফোরম্যাটিক্স লিমিটেডের সার্ক অঞ্চলের ব্যবসায় প্রধান বিকাশ সাহনি, রিচ ডিস্ট্রিবিউিশন লিমিটেডের প্রধান নির্বাহী নাইমুল ইসলামসহ আরও অনেকে।

সম্মেলনে উল্লেখ করা হয়, শুরুতে দেশজুড়ে ২ হাজার ৫০০টি বিক্রয় কেন্দ্রে এ ফোন পাওয়া যাবে। নূন্যতম ২ হাজার টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকার মধ্যে ৯টি জিএসএম এবং ৩টি সিডিএমএ মুঠোফোন মডেল নিয়ে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি। এসব মুঠোফোনে এর প্রধান বৈশিষ্ট্য একটানা ১৬ ঘণ্টা টকটাইম সুবিধা। তবে অন্যতম আকর্ষণ হচ্ছে একই সঙ্গে দুটি সিম ব্যবহারের সুবিধাসহ মাল্টিমিডিয়াকেন্দ্রিক সব সুবিধার নিশ্চয়তা।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।