ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়া এন সিরিজের অপারেটিং সিস্টেম বদলে যাচ্ছে

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
নকিয়া এন সিরিজের অপারেটিং সিস্টেম বদলে যাচ্ছে

অচিরেই নকিয়া এন সিরিজের মোবাইল অপারেটিং সিস্টেম পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রচলিত সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এর বদলে ব্যবহৃত হবে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘মিগো’।

যা বহুল আলোচিত ওপেন সোর্স সফটওয়্যার এর অংশ।

উল্লেখ্য, নকিয়ার মায়াগো ও ইন্টেল এর মোবলিন এ দুটি ওপেন সোর্স সফটওয়্যারের সমন্বয়ে মিগো তৈরি হয়েছে। প্রাতিষ্ঠানিক সূত্র জানা যায়, ভবিষ্যতের নকিয়া এন সিরিজের মডেলগুলোতে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে। আর আসন্ন নকিয়া এনএইট হবে সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে তৈরি সর্বশেষ এন সিরিজের মোবাইল।

অ্যাপল আইফোন এর নতুন সংস্করণগুলোর সঙ্গে পাল্লা দিতেই নকিয়া মোবাইল অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মিগো সফটওয়্যারের আরেকটি সংস্করণ স্মার্টফোনের সঙ্গে ল্যাপটপ এবং নেটবুক এর অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪২০ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।