ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস কমপিউটার সিটির

কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

গত ৩ জুলাই শনিবার বিসিএস কমপিউটার সিটির ২০১০-১২ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটি শফিকউদ্দিন আহমেদ।

আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী শামসুদ্দিন আহমেদ।

অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন সহসভাপতি পদে এএল মোজহার ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এএনএন কামরুজ্জামান, প্রচার-প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে একেএম আতিকুর রশিদ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে একেএম মাহমুদুল হাসান খান এবং কার্যনির্বাহী সদস্য পদে কামরুল আহসান, জাবেদুর রহমান, মঞ্জুরুল হক, জাহিদুল আলম ও রফিকুল আলম।

এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। আর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম ও আবদুল মজিদ মণ্ডল। নির্বাচনে আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ এইচ কাফী।

উল্লেখ্য, নির্বাচনে মোট ১৩টি পদের জন্য ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়নুল আবেদীন কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শুধু ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৫৬ জন।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।