ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুসের নেক্সাস সেভেনে থ্রিজি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৩
আসুসের নেক্সাস সেভেনে থ্রিজি

আসুসের ৩২ জিবি মেমোরি এবং থ্রিজি সেবাযুক্ত নেক্সাস সেভেন এখন ভারতের বাজারে। স্থানীয় মূল্যে ২২ হাজার রুপির এই ট্যাবলেটের ৭ ইঞ্চি পর্দার প্যাকে এলসিডি টাচস্ক্রিন, ১৬ মিলিয়ন কালার দেওয়া হয়েছে।

সুত্র মতে, থ্রিজি সেবা অপশনাল হিসেবে রেখেছে এর নির্মাতা যার ফলে ব্যবহারকারীরা ওয়াইফাই এবং থ্রিজি মোড

পছন্দের সুযোগ পাচ্ছে। তাই যেসব গ্রাহকরা আসুস পণ্যে থ্রিজি সেবার অপেক্ষা করেছে তাদের ওয়াইফাই গ্রাহকদের তুলনায় কিছু বেশি দামে কিনতে হবে। কারণ থ্রিজি সুবিধার ট্যাবলেটের দাম ২২ হাজার এবং ওয়াইফাই মোডের দাম ১৯ হাজার।

সুত্র আরও জানিয়েছে, পণ্য বৈশিষ্ট্যের বিচারে অ্যান্ড্রুয়েড প্লাটফর্ম বাজারের অন্যতম ট্যাবলেট হবে এটি। আইপিএস প্রযুক্তির স্ক্রিনে দেওয়া আছে ১২৮০ বাই ৮০০ পিক্সেল এছাড়া কর্নিং গরিলা গ্লাসের সাহায্যে এটি সুরক্ষিত থাকবে।

ট্যাবলেটটিতে ১.৩ এনভিডিয়া টেগরা ৩ কুয়াড কোর চিপসেট হার্ডওয়্যারের প্রধান অংশ হিসেবে যুক্ত হয়েছে। ৠাম ১ জিবি, আছে ভিডিওকলিং সুবিধার ১.২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি ২.০। অ্যান্ড্রুয়েডের ৪.১ সংস্করণ ছাড়াও ৪.২.২’তে উন্নয়ন করা যাবে। ব্যাটারি ৪৩২৫ এমএএইচ ব্যাটারি।

যেহেতু নেক্সাস সেভেনে মাইক্রোএসডি কার্ড স্লট নাই তবে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ বেশিরভাগ ব্যবহারকারীদের পছন্দসই হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।