ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করবে বেসিস

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৩
প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করবে বেসিস

আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসী বাঙালিদের দেশের আইসিটি এবং সফটওয়্যার খাতে বিনিয়োগ উৎসাহিত করতে এ সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে।



এ সাংবাদিক সম্মেলনে বেসিস সভাপতি ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ, সামিট সহযোগী অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে এ সামিটের আহ্বায়ক শামীম আহমেদ বাংলানিউজকে বলেন, আউটসোর্সিংয়ে বাংলাদেশ বিশ্বের নজর কেড়েছে। এখন দরকার পজেটিভ ব্র্যান্ডিং। এ উদ্দেশ্য দেশের অনেক উদ্যোক্তাই যুক্তরাষ্ট্রের এ সামিটে অংশগ্রহণ করছে। এ সম্মেলনে মাধ্যমে দেশে ৪০০ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত হতে পারে।

এ সম্মেলনে বেসিস সভাপতি ফাহিম মাশরুর বলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এ সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এ ছাড়াও মার্কিন কনগ্রেসম্যান মাইকেল হোন্ডা, সিটি অব স্যানিভেলের মেয়র অ্যান্থনি স্পিটলেরি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের প্রতিষ্ঠাতা সজিব ওয়াজেদ জয়, টাই-সিলিকন ভ্যালির প্রেসিডেন্ট ভেঙ্কটেশ শুক্লা, ইউএস প্যান আমেরিকার চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী মিস সুসান অ্যালেন, ইউএস-বাংলাদেশ পার্টনার্সের প্রধান নির্বাহী জয়েস মোই অংশগ্রহণ করবেন।

সামিটে সহযোগী আয়োজক হিসেবে আছে ইউএস প্যান এশিয়ান চেম্বার অব কমার্স, ইউএস-বাংলাদেশ পার্টনারস, আমেরিকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস, নেটওয়ার্ক অব ইয়াং বাংলাদেশি-আমেরিকান প্রফেশনাল ও বাংলাদেশ ফোরাম। প্রসঙ্গত, এরই মধ্যে ২০১০ সালে নিউইয়র্ক ম্যারিয়ট হোটেল প্রথম সামিট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।