ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টাইকন ২০১৩

আইসিটিতে দেশে বিনিয়োগ করবে প্রবাসীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৩
আইসিটিতে দেশে বিনিয়োগ করবে প্রবাসীরা

মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি সর্ববৃহৎ প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মেলন ‘টাইকন ২০১৩’ আসরে বাংলাদেশ অংশ নিয়েছে।

প্রসঙ্গত, ১৭ ও ১৮ মে দুদিনব্যাপী ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহসানের নেতৃত্বে বাংলাদেশের আট সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।



এ সম্মেলনে বেসিস সদস্যদের মধ্যে ছিলেন কোম্পানিসের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, সূর্যমুখীর সিইও মুজতবা ফিদাউল হক, এখনই ডটকম পরিচালক কামরুন আহমেদ, সফটওয়্যার শপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, বিএস করপোরেশনের সিইও বদর উদ্দীন আল হোসাইন, এরা ইনফোটেকের সিইও মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং গণনা টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম চৌধুরী।

এ সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান লিংকড-ইন, টুইটার ছাড়াও বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে মোট এক হাজার ১০০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের সমাপনী দিনে সেরা ৫০ উদ্যোক্তাকে ‘টাই ৫০’ সম্মাননা দেওয়া হয়।

এ সম্মেলনে প্রসঙ্গে শামীম আহসান বাংলানিউজকে বলেন, বাংলাদেশে প্রযুক্তি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার বিষয়টি সবার কাছে সুস্পষ্ট করতেই বাংলাদেশ এ সম্মেলনে অংশ নিয়েছে। এ ছাড়াও গত কবছরে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির বিষয়টিও প্রবাসীদের কাছে তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এতে অংশ নেওয়া উদ্যোক্তারা বাংলাদেশে প্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্ভাবনার বিষয়টি অবহিত হয়ে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলেও শামীম আহসান অবহিত করেন।

বাংলাদেশ সময় ১৭১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।