ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলে গেলো ইউটিউব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ৫, ২০১৩
খুলে গেলো ইউটিউব

ঢাকা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার বিকেল ৫টায় গুগলের ভিডিও সাইট ইউটিউব খুলে দেওয়া হয়েছে।



এর আগে সংবাদ মাধ্যমের কাছে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস খবরের সত্যতা নিশ্চিত করেন।

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় ১৭ সেপ্টেম্বর রাতে ইউটিউব বন্ধ করে দেয় বিটিআরসি। সেই থেকে দীর্ঘ প্রায় আটমাস বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইউটিউব বন্ধ ছিল।

গুগল কর্তৃপক্ষ বিটিআরসিকে আশ্বস্ত করেছে ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটি তারা সরিয়ে নেবে। এখন কেউ ইনোসেন্স অব মুসলিম দেখতে সার্চ দিলে ‘ইটস কনটেন্ট সেনসেটিভ নিউজ, ইউ মে নট ওপেন ইট’- এই লেখাটি উঠবে।

আর গুগল বাংলাদেশে অফিস স্থাপন করছে। এরই মধ্যে তারা কাজী মনিরুল কবিরকে গুগল বাংলাদেশের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। অফিসটি পুরোপুরি স্থপিত হলে এখানে একটি সার্ভার বসানো হবে। সার্ভার থাকলে গুগল সহজেই তার কনটেন্ট থেকে ছবিটি সরিয়ে ফেলতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৩
আইএইচ/আরআর/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।