ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটেক্সে আসুসের সর্বাধুনিক জেনবুক ইনফিনিটি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ৫, ২০১৩
কম্পিউটেক্সে আসুসের সর্বাধুনিক জেনবুক ইনফিনিটি

চতুর্থ প্রজন্মের ইন্টেল হ্যাসওয়েল কোর প্রসেসরকে অনুসরণ করে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রযুক্তিপণ্য এ প্লাটফর্মে চলছে। প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস সর্বাধুনিক জেনবুক ইনফিনিটি আলট্রাবুকের মোড়ক খুলেছে তাইওয়ানে প্রযুক্তিপণ্যের বৃহ কম্পিউটেক্স ২০১৩’ প্রদর্শনীতে ।

নির্মাতা প্রতিষ্ঠানের দাবি বিশ্বে প্রথমবার আলট্রাবুকে গোরিলা গ্লাস থ্রিলিড অংশভুক্ত করা হয়েছে। ইনফিনিটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য ১৩.৩ ইঞ্চির টাচ স্ক্রিন, ইন্টেলের সবশেষ প্রকাশিত হ্যাসওয়েল প্রসেসর এবং ব্যাকলিট কিবোর্ডও থাকছে। ১৫.৫ মিমি. চিকন গড়নের পণ্যটির অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য এ মুহূর্তে প্রকাশ করা হয়নি। তবে আসুস নিশ্চিত করেছে  আগের জেনবুকের চেয়ে নতুনটি ১৪ শতাংশ চিকন। এছাড়া প্রত্যাশার মধ্যে রয়েছে অত্যাধিক ব্যাটারি ব্যাকআপ পাওয়ার।  
তথ্য অনুযায়ী, এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রকাশ পাচ্ছে জেনবুক ইনফিনিটি যার আগ মুহূর্তেই এর বিস্তারিত তথ্য পাশাপাশি দামের বিষয়টি জানা যাবে। এদিকে বর্তমান বাজারের সর্বাধুনিক আলট্রাবুকের দামের দিকটি বিবেচনা করে দেখা যায় ভারতের বাজারে এর মূল্য ৭৫ হাজার রুপি ছাড়িয়েছে। তাই আসুসের নতুন জেনবুক ইনফিনিটি আলট্রাবুকের বেলায় ১ লাখ রুপির নিচে আস্থা রাখতে পারছেনা আগ্রহীরা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ০৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।