ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিমেইল বিভ্রাটে ভারত

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১৩
জিমেইল বিভ্রাটে ভারত

বিশ্বের জনপ্রিয় ফ্রি ইমেইল সেবা জিমেইল ছাড়া এখন একটা দিনও অচল। আর দফায় দফায় এ সেবা না পাওয়া গেলে তো মরণদশা।

এরকমই সমস্যায় পড়েছে ভারত। গত দুমাসের ব্যবধানে ৪ বার জিমেইল সেবা থেকে বঞ্চিত হয়েছে ভারতের গ্রাহকেরা। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

শুধু জিমেইল সেবা নয়, গুগল প্লে, অ্যাপ স্টোর এবং অ্যানড্রইড অপারেটিং সবই বিভ্রাটে পড়েছে। ভারতের কয়েকটি অঞ্চল থেকে এ সেবাগুলো ব্যাহত হয়।

এ প্রসঙ্গে জিমেইলের কারিগরি বিভাগ জানিয়েছে, ‘৫০২’ নামের একটি এরর আর্বিভূত হওয়ার কারণেই এ সমস্যায় পড়েছেন ভারতের জিমেইল গ্রাহকেরা। তবে দ্রুতই এ সমস্যার সমাধানে তৎপর হয় গুগলের কারিগরি বিভাগ। বুধবার (১২ জুন) দুপুরের পর থেকে এ সমস্যা বড় আকার ধারণ করে।

তবে সেবা না পাওয়া অঞ্চলগুলোর অনেক গ্রাহকই বলছেন, থেকে থেকে জিমেইল পাওয়া যাচ্ছে, আবার যাচ্ছে না। প্রসঙ্গত, এর আগেও গত ২ মে, ৮ মে এবং ১৪ মে ভারতের বেশ কিছু এলাকার গ্রাহকেরা জিমেইল বিভ্রাটের সম্মুখীন হন।

বাংলাদেশ সময় ১৬৩৯ ঘণ্টা, জুন ১২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।