এবার উইকিলিকসকে ব্যাংকিং সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। এতোদিন এ ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে উইকিলিকস সমর্থকরা অনুদান পাঠাতো।
উল্লেখ্য, এ মাসের প্রথমদিকে মাস্টারকার্ড, পেপল ও বিভিন্ন অনলাইন ব্যংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উকিলিকসকে অনলাইন পেমেন্ট সেবা দেওয়া বন্ধ করে। এ তালিকায় এবার নতুনভাবে যুক্ত হল ব্যাংক অব আমেরিকা।
উইকিলিকসের বিরোধীতা করায় মাস্টারকার্ড এবং পেপালের সাইটে উইকিলিকস সমর্থক হ্যাকাররা হামলা চালিয়েছিল। এবার ব্যাংক অব আমেরিকার সাইটেও এমন হামলা চালানো হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে ব্যাংক অব আমেরিকার ওয়েবসাইটের নিরাপত্তা কাঠামো অনেক শক্তিশালী। তাই তাদের সাইট হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বলে তারা দাবি করেছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০