ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

থ্রিজি নিলাম আবেদনের সময় বাড়ছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
থ্রিজি নিলাম আবেদনের সময় বাড়ছে না

ঢাকা: দেশের মোবাইল গ্রাহকের জন্য থ্রিজি তরঙ্গ নিলামের সিদ্ধান্ত আর পেছানো হবে না। এরই মধ্যে থ্রিজি আবেদনের জন্য অপরাটেরদের একমাস সময় বাড়ানোর দাবি নাকচ করে দিয়েছে সরকার।



আবেদনের শেষ সময় ছিল ৩১ জুলাই। তবে অপারেটরেরা একমাস সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।

এর আগেও আবেদনের সময় বাড়ানো হয়েছে বলে বৈঠক সূত্র জানানো হয়। এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, থ্রিজি নিলামের সিদ্ধান্ত দু থেকে একদিনের মধ্যেই নেওয়া হবে।

এদিকে আবেদনের সময় মাত্র একদিন বাকি থাকতে বিটিআরসির সঙ্গে বৈঠক করেন অপারেটররা।

অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস সাংবাদিকদের বলেন, থ্রিজি নিয়ে আলোচনা হয়েছে। তবে কি আলোচনা হয়েছে তা সুস্পষ্ট করেননি। এ ছাড়াও বাংলালিংকের নাম পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।

বাংলালিংকের নাম কি হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কি নাম চাইবে বিষয়টি তাদের (বাংলালিংকের)।

১০ টাকার ডাক টিকেট অবমুক্ত
এদিকে ডাক ও টেলিয়োগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানান, ‘বাঘ বাঁচান মায়ের মতো সুন্দরবন রক্ষা করুন’ এ বিষয়ের ওপর ১০ টাকা মূল্যমানের চারটি ডাক টিকেট অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশের ফুলের ওপর তিনটি, বাংলাদেশের বিরল প্রাণীর ওপর চারটি ভিন্ন মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময় ১৯৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
এসএমএ/সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।