অনলাইনভিত্তিক পণ্য বিপণন সেবা দিচ্ছে সিটিসেল। এ সেবার নাম ‘ওয়েবস্টোর’।
দু’পদ্ধতিতে এ সেবা দেওয়া হবে। একটি হোম ডেলিভারি। অন্যটি পিক আপ। ‘হোম ডেলিভারি’ এর মাধ্যমে অনলাইনে অর্ডার করা সিটিসেল পণ্যটি সরাসরি ক্রেতারা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য, এজন্য কোনো বাড়তি সেবাব্যয় গুণতে হবে না।
আর ‘পিক আপ’ পদ্ধতিতে ক্রেতা কাছের সিটিসেল কাস্টমার কেয়ার সেন্টার থেকে পণ্যটি সরাসরি কিনতে পারবেন। আর এ পদ্ধতিতে প্রাপ্ত স্ক্যাচকার্ডে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকছে।
সিটিসেলের ইন্টারনেট মডেমসহ সংযোগ, হ্যান্ডসেট, বিশেষ প্যাকেজ, কলরেট, সেবা এবং সহজলভ্যতা সম্পর্কে জানতে গ্রাহকরা www.citycell.com/webstore এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫১২, ডিসেম্বর ২১, ২০১০