ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

করপোরেট ইনবক্স:::

বাংলাদেশে ‘ক্যাসপারস্কি টপ পার্টনারস’ সম্মেলন অনুষ্ঠিত

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
বাংলাদেশে ‘ক্যাসপারস্কি টপ পার্টনারস’ সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্যাসপারস্কি ল্যাব টপ পার্টনারস মিট ২০১০’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার চ্যানেল সেলস পরিচালক জগন্নাথ পাটনায়েক নাগমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ক্যাসপারস্কি সূত্র এ তথ্য জানিয়েছে।

এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় পার্টনার অংশগ্রহণ করেন। বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের ধারাবাহিক সফলতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যাসপারস্কি ল্যাবের বিপণন ব্যবস্থাকে আরও গতিশীল করতে সরাসরি মতবিনিময় করা হয়।

এ অনুষ্ঠানে জগন্নাথ পাটনায়েক বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের আসন্ন ব্যবসায়িক নীতিমালাসহ বিশ্বব্যাপী এর বাজার অবস্থান এবং পরিসংখ্যানীয় তথ্যচিত্র উপস্থাপন করেন।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবের বাংলাদেশের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস এ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১২, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।